ড. শাহান আরা বেগম
অধ্যক্ষ
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
ড. শাহান আরা বেগম এর সংক্ষিপ্ত জীবনী
ড. শাহান আরা বেগম ১৯৬২ সালরে ২৮ ফেব্রুয়ারি ঢাকার গেন্ডারিয়াস্থ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একজন রত্নগর্ভা মায়ের সন্তান। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে পিএইচডি এবং এমফিল ডিগ্রী অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণি অর্জনের মাধ্যমে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী প্রাপ্ত হন। তিনি ঢাকা বোর্ডের অধীনে হলিক্রস কলেজ এবং গেন্ডারিয়া মনিজা রহমান গার্লস হাই স্কুল থেকে কৃতিত্বের সাথে এইচএসসি এবং এসএসসি পাশ করেন।
ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র (স্কলারশীপ নিয়ে যুক্তরাষ্ট্রে পিএইচডি অধ্যয়নরত) ও এক কন্যা (চিকিৎসক) সন্তানের জননী। তার স্বামী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক।
ড. শাহান আরা বেগম ১৯৯০ সালে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক হিসাবে যোগদান করেন এবং ২০০০ সালের নভেম্বর মাসে সহকারী অধ্যাপক হিসাবে পদোন্নতি পান। ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব প্রাপ্ত হন এবং ২০০৪ সালের আগস্ট মাস থেকে অদ্যাবধি নিয়মিত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালনকালীন সময় সরকারী শিক্ষা নীতিমালার আলোকে তিনি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের সুযোগ করে দিয়েছেন। বর্তমানে এ প্রতিষ্ঠানে ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও বিভিন্ন ক্লাবের কার্যক্রমে অংশ গ্রহণ করতে পারে। তাঁর উদ্যোগে ২০০৪ সাল থেকে অত্র প্রতিষ্ঠানের ছাত্রীদের জন্য কাব স্কাউট ও গার্লস ইন স্কাউট চালু করা হয়। ডা. শাহান আরা বেগম বাংলাদেশ স্কাউটের ঢাকা অঞ্চলের একজন উডব্যাজধারী আঞ্চলিক উপ-কমিশনার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান সমিতির আজীবন সদস্য। বিভিন্ন বেসরকারী কলেজের অধ্যক্ষদের নিয়ে গঠিত “শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা” এর সদস্য সচিব হিসেবে তিনি অদ্যাবধি দায়িত্ব পালন করছেন।